কোষাধ্যক্ষের বাণী
বিসমিল্লাহির রাহমানির রাহিম
আস্সালামুআলাইকুম
প্রথমে মহান রাব্বুল আলামিন এর নাম স্বরণ করছি।
আল্লাহ তায়ালা মানব ও জ্বীন জাতিকে একমাত্র তারই এবাদতের জন্য সৃষ্টি করেছেন। সমাজ সংস্কার ও সমাজ উন্নয়নে অবদান রাখা এবাদতেরই অন্যতম অংশ। দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত নবী (আঃ) আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছেন, তাদের পেরণের একমাত্র উদ্দেশ্য ছিল, সমাজ সংস্কারের মাধ্যমে জাতিকে একটি ইনসাফপূর্ণ শান্তিময় সমাজ উপহার দেয়া। তারই ধারাবাহিকতায় আমাদের নিবৃত আলোর শিখা সংগঠন।
নিবৃত আলোর শিখা সংগঠনটি একটি অরাজনৈতিক সমাজ সেবামূলক সংগঠন। সমাজের বিভিন্ন দিক বিবেচনা করে এর সৃষ্টি। সবার অক্লান্ত প্ররিশ্রম আর চেষ্টায় এই রকম একটি সংগঠন সৃষ্টি করতে পেরে আজ সত্যি আমি আনন্দিত। নিবৃত আলোর শিখা নামক এই সংগঠনটি সামাজিক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে আমি মনে করি। আমি আরো আনন্দিত উক্ত সংগঠনের একজন সহকর্মী হতে পেরে। একজন কোষাধ্যক্ষ হিসেবে আমি আমার শ্রম,বুদ্ধি, জ্ঞান, দিয়ে সর্বাত্তক সহযোগিতা করে যাব। সদস্য এবং শুভাকাঙ্খি সবার কাছে আমার একটাই চাওয়া আপনারা যেন সঠিক সময়ে সঠিক কাজটি করেন এবং সবসময় সংগঠনের সাথে থাকেন।
পরিশেষে বলতে চাই একজন কোষাধ্যক্ষ হিসেবে আমি সংগঠনের স্বার্থে আর্থিক বা অনার্থিক যোকোন পদক্ষেপ নিতে বদ্ধপরিকর।

No comments:
Post a Comment