wbe„Z Av‡jvi wkLv m¤ú~Y© ¯^vaxb, mvgvwRK,
AivR‰bwZK, †¯^”Qv‡mex I Amv¤úª`vwqK g‡bvfvevcbœ msMVb| GB msMV‡bi †Kvb A½msMVb
_vK‡ebv ev GB msMVb Ab¨ †Kvb msMV‡bi A½msMVb wn‡m‡e KvR Ki‡e bv|
সংগঠন কাকে বলে?
একটি সাধারণ লক্ষ্য অর্জনের জন্য যখন একাধিক ব্যক্তি সমবেত হয় এবং
ধারাবাহিকভাবে সেই লক্ষ্য অর্জনের কর্মকাণ্ডে নিয়োজিত থাকে তাকে সংগঠন বলে।
so প্রতিটি সংগঠনের উচিত সংগঠনের ল্যক্ষ কি তা জেনে কাজ করা। অযথা কিছু করে নাম খারাপ করা নয়।
so প্রতিটি সংগঠনের উচিত সংগঠনের ল্যক্ষ কি তা জেনে কাজ করা। অযথা কিছু করে নাম খারাপ করা নয়।
সামজিক সংগঠন বলতে সেই
সংগঠন সমুহকে বুঝায়, যা কতিপয় ব্যক্তি বিশেষের সমন্বয়ে শিক্ষা, সংষ্কৃতি ইতাদি সহ সার্বিক সামাজিক উন্নয়ন কল্পে কাজ করার লক্ষ্যে গঠিত হয়।
লক্ষ্য ও উদ্দেশ্য
১ । মাদকমুক্ত সমাজ গঠন ।
২ । বাল্যবিবাহ প্রতিরোধ মুলক কর্মকান্ড ।
৩ । যৌতুক প্রথা বন্ধ করণ ।
৪। সামাজিক মূল্যবোধ সুষ্টি ।
৫ । বৃক্ষরোপণ কার্যক্রম ।
৬। পরিবেশ দূষণ প্রতিরোধমূলক কর্মশালা ।
7। ঝড়ে পড়া শিক্ষাথী ও ছিন্ন মূল শিশুদের শিক্ষার ব্যবস্থা করা ।
8 । গরীব - দুস্থদের সহায়তা করা ।
9 । স্বাস্থ্যসেবা প্রদান ।
8 । গরীব - দুস্থদের সহায়তা করা ।
9 । স্বাস্থ্যসেবা প্রদান ।
No comments:
Post a Comment